রাজবাড়ী সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে নিম্নমানের খাবার পরিবেশন এবং রোগীদের জন্য হাসপাতালের ওষুধ থাকা সত্ত্বেও তা না দেয়ার মতো একাধিক অনিয়ম চিহ্নিত করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক ইমরান আকন।
অভিযানে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণিত হয়। এছাড়া, হাসপাতালের ওষুধ মজুত থাকার পরও তা রোগীদের না দিয়ে বাইরে থেকে কেনার জন্য চাপ দেয়ার মতো গুরুতর অনিয়ম চিহ্নিত করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে। রোগীদের সেবার মান উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
দুদকের উপপরিচালক রতন কুমার দাস জানান, আমরা বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছি। এগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হবে। দ্রুত এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে।
রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান যথাযথ কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করেছে। এলাকাবাসী দ্রুত এসব অনিয়ম দূর করার দাবি জানিয়েছেন।
টিএইচ