বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছে গোয়ালন্দ উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম খানকে (৬২)। 

গত সোমবার দিনগত রাতে গোয়ালন্দ ঘাট থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম এ তথ্য জানান। এর আগে ওইদিন গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মামলার তদন্তে শহিদুল ইসলাম খানকে অভিযুক্ত পাওয়া যায়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ