মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে আ.লীগের ১৯ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি   

রাজবাড়ীতে আ.লীগের ১৯ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আ.লীগের ১৯ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৩ এপ্রিল) রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহম্মেদ এ আদেশ দেন। আসামিরা এদিন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিদের মধ্যে রয়েছেন পৌরশহরের সজ্জনকান্দা এলাকার যুবলীগ নেতা মো. সাজ্জাদুল কবির তানজিম, রিয়াজুল হাসান, সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামের মো. রফিকুল ইসলাম খোকন, পৌর শহরের কাজীকান্দা গ্রামের রিপন, নয়ন হোসেন খান, বেড়াডাঙ্গার মো. দেলোয়ার হোসেন, শামীম আহমেদ, হোসনাবাদ গ্রামের মো. নুরে আলম, বিনোদপুর এলাকার পৌরসভা ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সুমন শেখ, দক্ষিণ ভবানীপুর এলাকার মো. জামাল খান, আমিরুল ইসলাম, শফিক খান বাবু, মো. আলহাজ শেখ, রামকান্তপুর গ্রামের আল ফারহান ফাহিম, মো. শাহিন মোল্লা, চরলক্ষ্মীপুর গ্রামের অনিক হাসান খান, মো. হাসেম খান এবং বানীবহ ইউনিয়নের মো. জসিম।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজবাড়ীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় আহত ছাত্র রাজীব মোল্লা বাদী হয়ে ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক জানান, আসামিরা আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তবে উচ্চ আদালতের নির্দেশ ছিল, নির্ধারিত সময় শেষে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে। কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করে আমলি আদালতে আত্মসমর্পণ করেন। এজন্য আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

টিএইচ