বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

রাজবাড়ী জেলায় আগামী ১২ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ বক্তৃতা করেন।  এসময় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, এ দিন ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৬৬৬৭ জন শিশু, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১১৯৫৬৭ জন শিশুসহ মোট ১৩৬২৩৪ জন শিশুকে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার স্থায়ী কেন্দ্রসহ ১০৬৬ টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ভিটামিন এ ক্যাপসুল শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা, চোঁখের স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখা, শিশুর গর্ভকালীন সময়ের বৃদ্ধি স্বাভাবিক রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, রক্তস্বল্পতা প্রতিরোধ করা, ত্বকের শুষ্কতা দূর করতে ভিটামিন এ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ  উপাদান। 

০৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের  ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১লাখ আই,ইউ) খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লাখ আই,ইউ) খাওয়ানো হবে। সুস্থ সবল জাতি গড়তে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করুন এবং আপনার ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নিকটস্থ কেন্দ্রসমূহে নিয়ে আসুন এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

টিএইচ