বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে কৃষি মেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি   

রাজবাড়ীতে কৃষি মেলার উদ্বোধন

‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম। 

রাজবাড়ী সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজবাড়ী সদর ইউএনও মারিয়া হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান।  

এ সময় প্রধান অতিথি জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, মানব দেহের যেকোনো ঘাটতি পূরণে কন্দাল ফসল (মাটির নিচে) উৎপাদিত ফসলের বিকল্প নেই। 

আর এসব ফসল দামে সস্তা কিন্তু গুণের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নিয়মিত ও প্রয়োজনমতো মাটির নিচের ফসল খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় আগত ১০টি কৃষি ফসলের স্টল পরিদর্শন করেন।

টিএইচ