রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে গাঁজাসহ ৩ কারবারি আটক

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে গাঁজাসহ ৩ কারবারি আটক

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন কারবারিকে আটক করেছে। 

আটকরা হলো— কালুখালী থানার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মৃত সম্ভুনাথ বিশ্বাসের ছেলে একাধিক মাদক মামলার আসামি সুজিত বিশ্বাস, তার স্ত্রী বাসন্তী বিশ্বাস ও মহিমশাহী চাঁদপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে ইয়াকুব আলী শেখ।

 গত শনিবার কালুখালী থানার এসআই মো. শহিদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ কালুখালী সরকারি কলেজ সংলগ্ন আর্চ ব্রিজ (হাতিরঝিল) ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। তাদের ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

কালুখালী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের রোববার (১৭ মার্চ) রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। 

টিএইচ