সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা কারাগারে

রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। রেজাউল করিম রেজা পাংশা উপজেলার মৈত্রীডাঙ্গী গ্রামের খালেক শেখের ছেলে। 

মঙ্গলবার (১৯ মার্চ) রাজবাড়ীর আমলী আদালতে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানাগেছে, পাংশা উপজেলার মৈশালা আজিজ সরদার বাসস্ট্যান্ডে সঞ্জিব সিকদারের মার্কেটের সামনে সুভাষ পালের চায়ের দোকানে কুপিয়ে জখম, ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি, হত্যার হুমকি প্রদান করার অভিযোগে গতবছর ২৯ ডিসেম্বর পাংশা মডেল থানায় মৈশালা গ্রামের তারাপদ পালের ছেলে তাপস কুমার পাল (৫০) বাদী হয়ে মামলা করেন। 

ওই মামলায় ১০ জনকে আসামি করা হয়। পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলো। মঙ্গলবার (১৯ মার্চ) রাজবাড়ীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

রাজবাড়ী জজ আদালতের পাবলিক প্রসিকিউরটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ বিষয়টি জানিয়েছেন।

টিএইচ