শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে টিসিবির ফ্যামেলি স্মার্ট কার্ড বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে টিসিবির ফ্যামেলি স্মার্ট কার্ড বিতরণ

রাজবাড়ী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২হাজার ৫৬১ জনের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়েছে। 

রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ মার্চ) সদর উপজেলার পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে টিসিবির স্মার্ট ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল প্রমুখ। আলোচনা সভা অনুষ্ঠানে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীবের উপস্থাপনায় এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আলেয়া বেগম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খয়ের উদ্দিন আহমেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খাঁনসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট দেশ গড়তে হলে জাতি সমাজ অর্থনীতিকে স্মার্ট করতে হবে। তারই ধারাবাহিকতায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। 

টিএইচ