শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুজন নিহত

রাজবাড়ীতে দাড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে অপর একটি দ্রুত গতির চলন্ত ট্রাকের ধাক্কায় দুই ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত দুই জনই ওই দুই ট্রাকের চালকের সহকারী। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে 

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগর এলাকার ফেলু হোসেনের ছেলে মো. লিটন (৩২)। তিনি কুষ্টিয়া ট-১১-১৫৩২ নম্বর ট্রাকের চালকের সহকারি। নিহত অপর জন হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার আনছার আলীর ছেলে আনিছুর (৩৫)।  তিনি ঢাকা - মেট্রো- ঢ- ১৪- ১২৩০ নম্বর গাড়ীর চালকের সহকারি ছিলেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি পণ্যবাহী ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলন। 

হঠাৎ ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি আম বোঝাই ট্রাক। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেয়া ট্রাকের হেলপার আনিছুর এবং অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। 

দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ট্রাক দুটির চালক পালিয়েছে।

টিএইচ