শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে সুন্দরী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার রাইনগর স্লুইচগেট এলাকার মো. জাহিদ শেখের স্ত্রী। রোববার (২৩ জুন) কালুখালী উপজেলার তোফাদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শার্টল ট্রেন কালুখালী উপজেলার তোফাদিয়া এলাকায় পৌঁছালে ওই গৃহবধূ ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রাজবাড়ী জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ