শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন চালকের মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি  

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন চালকের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে আমির হামজা শেখ নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামের মতিয়ার শেখের ছেলে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের ইসলামপুর ইউনিয়নের গণপত্যা হড়াই ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে নসিমন চালক মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি জানা নেই। তবে এখনই খোঁজ নিয়ে পুলিশ ফোর্স পাঠানো হবে।   

টিএইচ