বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ বিএনপি নেতা হারুনের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ বিএনপি নেতা হারুনের

শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজবাড়ীতে কারও বাড়ি ভাঙচুর, আগুন, হামলা থেকে বিরত থাকা ও আনন্দ মিছিল এবং রং খেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে পাংশায় উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ আহ্বান জানান।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। আমাদের কেউ হিন্দু, কেও বৌদ্ধ, কেও খ্রিষ্টান তারা সবাই আমাদের লোক। কেউ কারো বাড়ি ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ করবেন না। কোন প্রকার রং খেলা ও আনন্দ মিছিল থেকে বিরত থাকবেন।

আমরা শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে আজ দ্বিতীয়বারের মতো৷ আমরা স্বাধীন করতে পেরেছি। আওয়ামী লীগের মতো অপকর্ম করে আমরা নিন্দনীয় হতে চাই না। এ কারণে সকল নেতাকর্মীদের শান্ত থাকার পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহ্বানসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। 

এছাড়াও নিহত বাংলা কলেজের ছাত্র শহিদ সাগরের নামে বালিয়াকান্দি-নারুয়া সড়কের নামকরণের দাবি জানান মো. হারুন অর রশিদ হারুন।

এসময়  আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, আশিকুর রহমান, পাংশায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান সহ নেতাকর্মীরা।

এছাড়াও বালিয়াকান্দি ও কালুখালীতে পথসভা কর্মসূচি পালন করা হয়। পরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

টিএইচ