রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক

রাজবাড়ীর গোয়ালন্দে মো. আশানুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আশানুর রহমান যশোর শার্শা উপজেলার গোগা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনা কালীন এসআই মোঃ আব্বাস উদ্দিন সংগীয় ফোর্স ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ওই পরিবহনের যাত্রী মো. আশানুর রহমানকে মাদক পরিবহনের দায়ে আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ