বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তাররা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ওয়ারেন্টভূক্ত আসামি মো. অনিক, জৌকুড়া গ্রামের মো. আব্দুল খালেক বিশ্বাস, সজ্জনকান্দার মো. রফিক, মো. আলমগীর, খাঁ পাড়ার মো. সাঈদ খান, মো. শাহিন খান, আহলাদীপুর গোয়ালন্দ মোড়ের মো. রাজন সরকার, রামকান্তপুর গ্রামের সিআর মামলার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. হূদয় শেখ, জালদিয়া গ্রামের মো. ছালাম সেকের ছেলে সিআর মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জাকির হোসেন সেক, নুরপুর নতুন মাঠপাড়ার মো. আতিয়ার রহমান।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে থানার এসআই মো. মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাৈরভ কুন্ডু, সাব্বির হোসেন, পাবেল মোল্যা, এএসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। 

গ্রেপ্তার আসামিদের রোববার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।  

টিএইচ