শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ভ্যান উল্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ভ্যান উল্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে শখ করে বাবার ভ্যান চালাতে গিয়ে ভ্যান উল্টে হাসিবুল মণ্ডল (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র মিজানপুর ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মঞ্জিল মণ্ডলের ছেলে। এবং বাগমারা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসিবুল মণ্ডলের খালা তাসলিমা বেগম বলেন, হাসিবুল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সে পঞ্চম শ্রেণি পাশ করে বাগমারা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল। হাসিবুল শখ করে তার বাবার মোটরচালিত ভ্যানটি চালাতে গিয়ে বাড়ির পাশে পাকা রাস্তার উপর থেকে খালের নিচে পড়ে যায়। 

তবে ভ্যানটি পাট শুকানোর বাঁশে আটকে ছিল। স্থানীয়দের সহযোগিতায় হাসিবুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরি বলেন, দুর্ঘটনাজনিত একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

টিএইচ