বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি   

রাজবাড়ীতে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের মানববন্ধন

জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে মসজিদভিত্তিক শিশু শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা। রোববার (২৩ মার্চ) রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বালিয়াকান্দি উপজেলার শিক্ষক মো. মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাফেজ জুবায়ের, হাফেজ ইলিয়াস, মো. মোতাহার হোসেন, মো. আব্দুল কাইয়ুম, মো. ফারুক এ আজম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি দেশে ৩০ বছরেরও বেশি সময় ধরে চলমান, কিন্তু এখনো এটি জাতীয়করণ করা হয়নি। ফলে শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন।

তারা অভিযোগ করেন, সরকার এ প্রকল্পকে আউটসোর্সিং ব্যবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। যা শিক্ষকদের পেশাগত জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করবে। এটি বাস্তবায়ন হলে হাজারো শিক্ষক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন।

শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি জাতীয়করণের দাবি জানান এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে শিক্ষকরা মিছিলসহ রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন।

টিএইচ