সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাজবাড়ী জেলার সকল ক্রীড়া সংগঠনের আয়োজনে কাজী  হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের করা হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আজাদী ময়দানে এসে শেষ হয়। 

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, মো. খলিলুর রহমান বক্তৃতা করেন। মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

টিএইচ