শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মাদক মামলায় সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক মামলায় গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়াও আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকালে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান গোয়ালন্দ পৌর শহরের কুমড়াকান্দি এলাকার জোনাব আলীর ছেলে। সংগঠন বিরোধী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতবছর ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ তাকে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন হাবিবুর।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে ফরিদপুর র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বিক্রি করাই তার পেশা ছিল।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

টিএইচ