বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

রাজবাড়ীতে জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া অধিদপ্তর র্কতৃক আয়োজিত রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ও বাছাই পর্ব উদ্বোধন করা হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা ফুটবল অ্যসোসিয়েশনের সভাপতি মন্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, ক্রিড়া সংস্থার সদস্য জাকির হোসেন টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি। 

 জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা বলেন, ৬০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে। এর মধ্য থেকে ৩৫ জনকে চূড়ান্ত তালিকা করা হবে।

টিএইচ