বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেন্সিডিলসহ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি   

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেন্সিডিলসহ গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক সম্রাট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মন্টু মণ্ডলকে ৪২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র্যাব-১০। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জগন্নাথপুর গ্রামের মৃত কেসমত আলী মণ্ডল ওরফে কিতাব আলী মণ্ডলের ছেলে।

শুক্রবার (১ মার্চ) র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া গড়াই নদীর খেয়াঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। 

অভিযানে ফরিদপুর জেলার মধুখালী থানার ২০১২ সালের ২২ ডিসেম্বর দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. মন্টু মণ্ডলকে গ্রেপ্তার করেন। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহূত ১টি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। 

গ্রেপ্তার আসামি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলার পর বিভিন্ন সময় রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল এবং একই সঙ্গে মাদক ব্যবসা করে আসছিল। 

আসামির বিরুদ্ধে পূর্ববর্তী আরো ছয়টি মাদক মামলা রয়েছে। শুক্রবার (১ মার্চ) বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাসহ থানায় সোপর্দ করা হয়েছে।

টিএইচ