রাজবাড়ী জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন। এছাড়াও এসময় রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণসহ সংশ্লিষ্ট অন্যান্যরা অংশগ্রহণ করেন।
সেমিনারে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. কামরুল হাসান মারুফ।
এ সময় বক্তারা বলেন, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছেন। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য সবাই প্রধানমন্ত্রীরকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ সময় তিনি সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে স্কিমগুলো রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
টিএইচ