রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় জামিন নিতে এসে কারাগারে পাঠানো হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান, আ.লীগের নেতাসহ ৩জনকে।
কারাগারে যাওয়া নেতারা হলেন, গোয়ালন্দ উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান আলহাজ মোস্তফা মুন্সি, রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সভাপতি রমজান আলী খান ও যুবলীগ কর্মী ইদ্রিস।
রোববার (০৯ মার্চ) রাজবাড়ী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় তারা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাজিব মোল্যা বাদী হয়ে গত ২৮ আগস্ট রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৩০০ জন।
মামলার অভিযোগে বলেন, গত ৭ জুলাই রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র-জনতা, শিক্ষক, অভিভাবক সমবেত হয়। বিকেল সাড়ে ৩টার সময় অস্ত্রসস্ত্রসহ ঘিরে ধরে।
তারা অতর্কিত হামলা চালিয়ে মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজীব মোল্যা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজসহ আন্দোলন কারীদের মারধর করে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়। রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।
টিএইচ