শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে সাবেক পৌর মেয়র কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে সাবেক পৌর মেয়র কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আ.লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন।

জানাগেছে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলি বর্ষণসহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও রাজবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিচারক।

টিএইচ