বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে স্কুলসহ ৮ দোকান পুড়ে গেছে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে স্কুলসহ ৮ দোকান পুড়ে গেছে

রাজবাড়ীর পাংশায় কায়সার মার্কেটের একটি কিন্ডার গার্টেন স্কুলসহ ৮টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। গত রোববার দিবাগত রাতে পাংশা উপজেলা শহরের পারনারায়নপুর এলাকার শশাংক মোড় কায়সার মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে।

পাংশা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহম্মেদ বলেন, রাতে আগুন লাগে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ততক্ষণে কিন্ডার গার্টেন স্কুলসহ আটটি দোকানসহ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ অগ্নিকাণ্ডে ব্যাবসায়ীদের ১৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  

টিএইচ