বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী মো. লতিফ কাজী (৩৯) কে ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। লতিফ কাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে।

মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ আদেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ জানুয়ারি রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে মোঃ লতিফ কাজী (৩৯) সাথে রাত পৌনে ২টার দিকে তার স্ত্রী বিউটি বেগম (৩০) পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। 

এক পর্যায়ে স্বামী লতিফ কাজী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বিউটি বেগমের মৃত্যু হয়। পরে লতিফ কাজী পালিয়ে যায়। এ ব্যাপারে বিউটি বেগমের পিতা মো. বিল্লাল মোল্যা বাদী হয়ে ২০২৩ সালের ১৯ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জের ধরে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ঘাতক স্বামী মো. লতিফ কাজীকে (৩৯) ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। রায়ে বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ খুশি। 

টিএইচ