রাজবাড়ী জেলা থেকে বিভিন্ন সময়ে হারানো ১০৯টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে জেলা পুলিশ। বুধবার (৬ মার্চ) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম এ মোবাইল ফোন তুলে দেন।
তিনি বলেন, ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ৪৮টি, গোয়ালন্দ থানার ১৬টি, পাংশা মডেল থানার ৪টি, কালুখালী থানার ২৫টি, বালিয়াকান্দি থানার ১৬টি সহ মোট ১০৯টি হারানো মোবাইল রাজবাড়ী জেলাসহ ভিন্ন জেলা হতে উদ্ধার করে যাচাই বাচাই করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী পুলিশ সুপার বলেন, রাজবাড়ী একটি ছোট্ট জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ঠ ভালো। এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধারের যে কাজটি আমরা করি, এটি আমরা খুব আবেগ দিয়ে করি।
আমরা খুব মন দিয়ে কাজটি করি, কারণ হচ্ছে মোবাইল হারিয়ে যাওয়ার পরে তার ভিতরে যে মানষিক কষ্টটা, সেই কষ্টটা আমরা অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন তার হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি, সেটি আমাদেরকে সত্যিকার অর্থে আরও কাজে অনুপ্রাণীত করে। আমরা এ কাজটি সবসময় করে যাব।
এসময় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি আস্থা ছিল তা আরো বহুগুণে বেড়ে গেল। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকারসহ জেলা পুলিশের কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ