ছয় দফা দাবিতে রাজশাহীর গোরহাঙ্গা মোড়ে রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে তারা এই অবরোধ কর্মসূচি পালন শুরু করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এসময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের পর ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। দুপুরে রাস্তার এক পাশ খুলে দেয়া হয়।
তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।
বোয়লিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ থেকে সরাতে তারা কাজ করছেন। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও রয়েছেন। যে গাড়িগুলো আটকা পড়েছিল রাস্তার এক পাশ খুলে দিয়ে সেগুলো যেতে দেয়া হয়েছে।
টিএইচ