রাজশাহীর রাজাবাড়িতে গাভি পালনে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজেস ট্রান্সফরমেশন (আরএমটিপি) প্রকল্প আয়োজিত প্রশিক্ষণে গরুর খাদ্য ব্যবস্থাপনা, ঘাস চাষ ও গর্ভবতী গাভীর পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজাবাড়িহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. ইসমাইল হক, থেরিওজনোলজিস্ট ডা. নাজনীন নাহার।
এছাড়া গরুর প্রজনন সংক্রান্ত রোগবালাই ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের প্রধান ল্যাবরেটরি ডা. অসীম কুমার প্রমানিক, গরুর প্রসব ও নবজাতক বাছুরের যত্ন নিয়ে রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের উপপরিচালক ডা. গোলাম মোস্তফা, গরু পালনের আধুনিক প্রযুক্তি বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান। গরুর দুধের পুষ্টি বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেসের প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান।
প্রশিক্ষণের শুরুতে গরু পালনের ক্ষেত্রে গরু নির্বাচন, সুস্থ গরুর বৈশিষ্ট্য, গরুর জাত, গরুর বাসস্থান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান। আবাসিক প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
টিএইচ