শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

রাজারহাটে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

রাজারহাটে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

কুড়িগ্রামের রাজারহাটে গত শুক্রবার ঘড়িয়াল ডাঙ্গা ইউপির কিশামত গোবধা মৌজাস্থ কচু খাওয়াটাড়ী এলাকায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র সংযোগ রাস্তার জমির মালিক গাছ লাগাতে গেলে চলাচলকারীদের বাধায় চতুর্থ দফায় মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। 

ঘটনাস্থলে গুরুতর আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ৩ জনের শারীরিক অবস্থায় অবনতি দেখা গেলে উন্নত চিকিৎসার উদ্দেশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। একই ঘটনায় শনিবার (২৩ ডিসেম্বর) জমিওয়ালার আক্রমণে আহত হয়েছেন বৃদ্ধা আলেমা আহত হলে স্থানীয়রা রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।আহতরা হলেন আতাউর, বাধন,বিলকিস ও আলেমা বেগম। অপর পক্ষে আহত হয়েছেন রানা মিয়া। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ কিসামত জামে মসজিদের নতুন কমিটি গঠন ও নতুন ভবন নির্মাণের জন্য করা হয় সংযোগ রাস্তাটি বন্ধ হয়। নতুন কমিটির নেতৃত্বে পুরাতন ভবনটি সড়িয়ে পশ্চিমের সীমানায় নির্মিত হলে বন্ধ হবে চিরতরে সংযোগ রাস্তাটি এতে করে ঐ এলাকায় বসবাসকারী প্রায় ২০টি পরিবারের চলাচল বন্ধ হলে তারা প্রতিবাদ করতে। প্রতিবাদ থেকে সৃষ্টি ঘটনায় একের এক মারামারি সংঘটিত হয়। 

স্থানীয়রা আরো বলেন, ওই মসজিদে যারা জমিও দিয়েছেন সংযোগ রাস্তা বিচ্ছিন্ন হলে তারাও রাস্তা উঠতে পারবেন না। তারা আরও বলেন ইতোপূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ একাধিক গণ্যমাণ্য ব্যক্তি সমাধানে চেষ্টায় নিষ্পত্তি হয়নি। তারা বলেন, আমরা বর্তমানে মৃত্যু পথযাত্রী কখন জানি দুর্ঘটনার শিকার হয়। অপরপক্ষের জমির মালিক রানা মিয়া বলেন, আমরা আমাদের জমির সীমানায় সুপারি গাছ লাগিয়েছি। ওই দিনই তারা সুপারি গাছ তুলে ফেলে দেয়। 

আমরা প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আক্রমণ চালায় এবং রানা নামের একজন আহত হয়। রাস্তা নিয়ে সমস্যায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মসজিদ বাউন্ডারি ওয়াল সংলগ্ন জায়গায় কিছু জমি ক্রয় করলে সমাধান হতো। ওখানে একজনের দেড় শতাংশ জমি নিলে রাস্তা ঠিক হয়। 

রাজারহাট থানা ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার (২৩ ডিসেম্বর) খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেন নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

টিএইচ