সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজারহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

রাজারহাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কু্ড়িগ্রামের রাজারহাটে মঙ্গলবার (২২ আগস্ট) পুকুরে গোসলে নেমে গোলাপি (৬) ও সোহানা (৭) নামের দুই শিশু মারা গেছে। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির খুলিয়াতারি গ্রামের রিপনের মেয়ে গোলাপি অপরজন ঘড়িয়াল ডাঙ্গা ইউপির খিতাব খাঁ গ্রামের বড়দারোগা পাড়ার সোলেমান মিয়ার মেয়ে সোহানা।

এলাকাবাসীরা জানান, সোহানা ও গোলাপি বাড়ির সামনে পুকুরে দুজনেই গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফিরে আসায় বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। 

খোঁজার এক সময় সোহানার মা ছকিনা পুকুরে ডুবন্ত অবস্থায় শিশুর মাথার চুল দেখতে পায়। তাৎক্ষনিক পুকুরে সোহনার মরদেহ মিলে। পরবর্তী সোনার সঙ্গে থাকা গোলাপিকে পরিবারে লোকজন পুনরায় পুকুরে অনেক খোঁজা খুঁজির পর গোলাপির মরদেহ। 

পরে দুই শিশুকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। রাজারহাট থানা ওসি মো. আবদুল্লা হিল জামান বলেন, এঘটনায় রাজারহাট থানা একটি অপমৃত্যু ডায়েরি হয়েছে

টিএইচ