শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাজারহাটে ব্রিজ কালভার্টের মুখ বন্ধে রোপা আমনের ক্ষতি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাটে ব্রিজ কালভার্টের মুখ বন্ধে রোপা আমনের ক্ষতি

কুড়িগ্রামের রাজারহাটে বর্ষায় বৃষ্টির প্রয়োজনের অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন পথ সংকোচিতসহ অর্ধশতাধিক ব্রিজ কালভার্ট ইউড্রেনের মুখবন্ধ করে ঘের ও আড়াআড়ি বাঁধ তৈরিতে কৃত্রিম জলাবদ্ধতায় বার বার ক্ষতির মুখে পড়েছে প্রান্তিক কৃষক। 

জলাবদ্ধতা থেকে রেহাই নেই বিদ্যালয়সহ ঘরবাড়ি চলাচলের রাস্তা। রোপা আমন ফসল রক্ষায় কৃষি সেচ প্রকল্পের আওতায় উপজেলার দোলা জমির অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য নালা ও এক দোলা থেকে অন্য দোলায় পানি প্রবাহের পথে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ, কালভার্ট, ইউড্রেনের সুফলবঞ্চিত হয়েছে কৃষক। 

রাজারহাট উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হৈমন্তী সুকলা বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে তেমন ক্ষতি না হলেও ইতোপূর্বে বৃষ্টির পানির জলাবদ্ধতায় ১১০ হেক্টর জমির কৃষকের ফসলের চারাগাছ পচে গেছে। ১১০ হেক্টর জমিতে ধান উৎপাদন হতো ৪৯৫ টন ধান। 

তিনি বলেন, উপজেলার বিভিন্ন জায়গায় পানি প্রবাহের পথরোধ করায় এসব ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যানন্দ ইউপিতে পানি নিষ্কাশনের জন্য দায়সারা পাইপ ও চাকিরপশা ইউপির টগরাইহাট হতে ফরকেরহাটগামী রাস্তার গোদ্দারের সুইচ গেট বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. আবদুল্লা আল মামুন বলেন, আমরা দেখেশুনে ব্যবস্থা গ্রহণ করবে। 

এবিষয়ে জানতে চাইলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, আমার যোগদানের অল্প কয়েক দিন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ