শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীনগরে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে আমির নির্বাচিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে আমির নির্বাচিত

নওগাঁর রাণীনগর উপজেলা ও ছয়টি ইউনিয়নে জামায়াতের আমির নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলা সদরের আল-আমিন মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা জামায়াতে ইসলামী। 

সম্মেলনে নারী-পুরুষ রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা ও উপজেলার আট ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়।

রাণীনগর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন খন্দকার ডা. আনজির হোসেন। খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন ফারুকে আলম, কাশিমপুর ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব, পারইল ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা নিজামউদ্দিন ফকির, কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন রোকুনুজ্জামান, একডালা ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মোস্তফা হাসান, মিরাট ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন সাগর।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন ও রাণীনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তাফা ইবনে আব্বাসসহ অনেকেই।

টিএইচ