শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীনগরে নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ টহল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

রাণীনগরে নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ টহল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে বিশেষ টহল দিয়েছে পুলিশ। রাণীনগর থানা পুলিশের আয়োজনে ও থানার ওসির সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ টহল দেয়া হয়। 

টহলটি থানা প্রাঙ্গন থেকে শুরু করে রাণীনগর সদর বাজার হয়ে আবাদপুকুরে যায়। এরপর সদরের বাসস্ট্যান্ড, বেতগাড়ি বাজারসহ পুরো উপজেলার বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে শেষ হয়।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদারে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় টহল দেয়া হয়েছে। ওসি জানান, নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের ভয়ের কোন কারণ নেই। ভোটের দিনে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। 

এছাড়া উপজেলার শান্তি ও সার্বিক পরিস্থিতি বজায় রাখার স্বার্থে গোপনে পুলিশকে সকল ধরণের যথার্থ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

টিএইচ