সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাণীনগরে পারইল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে পারইল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর রাণীনগরের ৪নং পারইল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। 

অনুষ্ঠানে আগামী অর্থবছরের (২০২৩-২০২৪) রাজস্ব ১৪ লাখ ৫০০ টাকা আর উন্নয়ন ১ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৫১৮ টাকার বাজেট ও কর্মপরিকল্পনা পেশ করেন ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, মুক্তিযোদ্ধা এম এম সোলায়মান, পরিষদের সকল সদস্য, সচিব তরিকুল ইসলাম ও বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

টিএইচ