রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ ইরি বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ মে) উপজেলা খাদ্যবিভাগ খাদ্যগুদাম প্রাঙ্গনে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. তারানা আফরিন, উপজেলা চাউলকল মিল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক খান বাবলু প্রমুখ।

উদ্বোধনের সময় দুজন কৃষকের নিকট থেকে ৬ টন ধান এবং একজন মিলারের নিকট থেকে ৯ টন চাল সংগ্রহ করা হয়।

উপজেলা খাদ্যবিভাগ জানায়, চলতি ইরি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১৮৬৮ টন ধান ও ৩৪ জন মিলারদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ৩৫১১ টন সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজি দরে ৪৮ টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

টিএইচ