বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীনগরে শিক্ষার্থীদের সংবর্ধনা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর রাণীনগরে নিজ উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি অ্যাড. ওমর ফারুক সুমন। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ১০৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন এমপি ওমর ফারুক সুমন।

রাণীনগর ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ অনেকেই।

টিএইচ