রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও মো. রাকিবুল হাসান। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় করেন তিনি। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাণীনগর ইউএনও হিসেবে তিনি যোগদান করেন।

মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাণীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বিনির্মাণ করতে সংবাদকর্মীদের কাছ থেকে সব ধরনের পরামর্শ, পরিকল্পনা ও গঠনমূলক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মো. রাকিবুল হাসান।

এ সময় তিনি বলেন, আমি এই উপজেলাবাসীর একজন সেবকমাত্র। সরকারের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে এ উপজেলায় নিযুক্ত হয়েছি। কোন পদ্ধতিতে সেবা দিলে উপজেলাবাসী আরও উপকৃত হবেন।

টিএইচ