মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাণীশংকৈলে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাণীশংকৈল উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার মামুনুর অর রশিদ, পৌর আ.লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক কলেজ পাড়া এলাকার অজয় বসাক, আ.লীগের সহযোগী সংগঠনের সদস্য ঈদগাঁও এলাকার ইউসুফ আলী, হোসেনগাঁও এলাকার দুলাল হোসেন, বন্দর এলাকার সানোয়ার হোসেন (সানী)।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক জানান, রাণীশংকৈল থানার পৃথক দুটি মামলায় ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য, আইনের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ