রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে জমিদখলসহ নানা অভিযোগে মেম্বার গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে জমিদখলসহ নানা অভিযোগে মেম্বার গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জমিদখল, নারী শ্লীলতাহানিসহ নানা অভিযোগে আইনুল হক (৫৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাণীশংকৈল উপজেলার মৃত বজির উদ্দিনের ছেলে। 

জানা যায়, উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আইনুল হককে (৫৮) জমিদখল, নারী শ্লীলতাহানিসহ নানা অভিযোগে গত সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে ভুক্তভোগী কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের মৃত সলেমান আলীর ছেলে আ. কুদ্দুস (৪৫) বাদী হয়ে গত ২৬ ফেব্রুয়ারি রাণীশংকৈল থানায় প্রধান আসামি আইনুল হকসহ ১৩ জনের নামে অভিযোগ করে। পরবর্তীতে গত সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগ সূত্রে যানা যায়, মেম্বার আইনুলসহ সব আসামি যোগসাজশে একই জমি নিজের বলে দাবি করে এলাকার লোকদের বিভিন্নভাবে বিপদে ফেলে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। প্রস্তাবে রাজি না হলে জমিদখল, চাঁদা দাবিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। 

অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সকালে বাদী কুদ্দুসের পৈতৃক জমি বিবাদীরা জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এতে বাদী কুদ্দুস বাধা দিলে ইউপি সদস্য আইনুল হকের নির্দেশে তাকে মারধর করে। এদিকে বাদী কুদ্দুস মুঠোফোনে বলেন, আমার চাচাতো ভাইয়ের সাথে জমি ওদলবদল করেছি। 

এ বিষয়ে বিবাদী আইনুল হকের কোনো সম্পর্কই নেই। কিন্তু হঠাৎ আইনুল মেম্বার তার দলবল নিয়ে আমার জমিতে এসে আমাকেসহ আমার মা, আমার বউ, ছোট ভাইয়ের বউ এবং আমার মেয়েকে মারধর শুরু করে। সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি আছে।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল জানান, এটি একটি মারামারির ঘটনা, এ ঘটনার অভিযোগ পেয়েছি। এ ঘটনার প্রধান আসামি ইউপি সদস্য আইনুল হককে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ