বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে তিন মাদকসেবীর কারাদণ্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে তিন মাদকসেবীর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে মাদকবিরোধী অভিযানে উপজেলা শহরের শিবদীঘি এলাকায় খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা বলেন, মাদকবিরোধী অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে মো. আজিজুর রহমান (৪৫), নেকমরদ বাজার ওয়াবদা কলোনির বাসিন্দা নয়বর রহমানের ছেলে মো. সামসুল হক (৫০) ও করনাইট গ্রামের আ. বাসেদের ছেলে মানিক। এদিন সন্ধ্যায় তাদের আদালতে নেয় পুলিশ।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিএইচ