রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাণীশংকৈলে ১৯ এতিমখানায় চেক বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈলে ১৯ এতিমখানায় চেক বিতরণ

‘শেখ হাসিনার হাতটি ধরে, পথের শিশু যাবে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিবন্ধনপ্রাপ্ত ১৯টি বেসরকারি এতিমখানায় ১ কোটি ৩ লাখ ৯২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (১ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় উপজেলার নিবন্ধনপ্রাপ্ত ১৯টি বেসরকারি এতিমখানার ৮৬৬জন শিক্ষার্থীর জন্য সমাজসেবা অধিদফতর ক্যাপিটেশন গ্র্যান্টের অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা আ. রাহিমের সঞ্চালনায় ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব।

এসময় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেস ক্লাব সভাপতি (পুরাতন) আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

টিএইচ