সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাবিপ্রবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাবিপ্রবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাঙ্গামাটি স্মার্ট কর্মসংস্থান মেলা বুধবার (১ নভেম্বর) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়া রাবিপ্রবির রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগ শাখার বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানা। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, এখন যুগটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এ যুগে ঠিকে থাকতে হলে প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে প্রতিযোগিতায় ঠিকে থাকা অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলম বলেন, দেশ এখন অনেক প্রযুক্তি নির্ভর। এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাকরির পেছনে না ছুটে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে। 

টিএইচ