সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান

লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশটি পরিবারকে পুনর্বাসনে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পৌরসভার মোহাম্মদিয়া চাইনিজ রেস্তোরাঁয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ওই সময় নেতারা বলেন, কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘ সামাজিক, মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এছাড়াও কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে মানবিক এ কর্মকান্ড চালিয়ে আসছে এবং ভবিষ্যতে  এমন উদ্যোগে চলমান থাকবে। 

কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, চাঁদপুর বাঘে ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. হোসাইন, ঐক্য পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আফসারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ