সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রামগতি মেঘনার অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মাছ ধরা বন্ধ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতি মেঘনার অভয়াশ্রমে মার্চ-এপ্রিল মাছ ধরা বন্ধ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে চরগাজী ইউনিয়নের টাংকি মাছ ঘাট, গাবতলী মাছ ঘাট, আলেকজান্ডার ইউনিয়নের মাছ ঘাটে, বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যাসহ বিভিন্ন মাছ ঘাট এলাকায় সচেতনতামূলক সভা, মাইকিং, প্রচারণা, লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আলেকজান্ডার ফিস ঘাটে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, চর আবদুল্যা ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, ফিস ঘাট সভাপতি সামছু হাওলাদার, উপজেলা মৎস্যজীবী সংগঠনের নেতারাসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্তানের লক্ষ্যে উপকরণ বা বকনা গরু বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, অভয়াশ্রম এলাকায় ইলিশ সম্পদের উন্নয়নে সরকার ঘোষিত এ দুই মাসের অভিযানে যৌথ বাহিনী নিবিড়ভাবে কাজ করবে। গণসচেতনতা বৃদ্ধিতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ