শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রামগতিতে কলেজশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতিতে কলেজশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের সাহেলা ইসলাম সাথী নামের এইচএসসি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর শ্লীলতাহানি, শারীরিক নির্যাতন ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থী চর গাজী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর আফজল গ্রামের তাজল ইসলাম খোকনের মেয়ে।

এ ঘনায় সুবিচারের প্রত্যাশায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরগাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মৃত মো. ছিদ্দিক মাঝির ছেলে চিহূিত বখাটে যুবক মো. শাকিল আহমেদ বেশ কয়েক মাস ধরে এ শিক্ষার্থীকে ইভটিজিং করে আসছে। 

গত ২৯ মে সকালে শিক্ষার্থী কলেজে আসার সময় বখাটে যুবক শাকিল তার পথরোধ করে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয় এতে সে হতবিহ্বল হয়ে পড়ে একপর্যায়ে জোরপূর্বক মেয়েটিকে সে নদীর পাড়ে নিয়ে গিয়ে তার গায়ে হাত দেয়ার চেষ্টা করলে মেয়েটি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে বখাটে শাকিল মেয়েটির কাছ থেকে তার ব্যবহূত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে দৌড়ে চলে যায়। 

এ সময় সে হুমকি দেয় এ ঘটনা কাউকে বললে সে তাকে এসিড মারাসহ তার সমূহ ক্ষতি করবে। ভুক্তভোগী শিক্ষার্থী সাহেলা ইসলাম সাথী তার চলমান শিক্ষা জীবনসহ ইভটিজিংকারীর সুবিচার দাবি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা তাজল ইসলাম খোকন জানান, শাকিল রাজনৈতিক পরিচয়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে বেশ কয়েক মাস ধরে আমার মেয়েকে ইভটিজিং করে আসছে। 

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের জানালে তারা প্রশাসনিকভাবে জানানোর জন্য বলে। সে মোতাবেক অভিযোগ দিয়েছি। আমি আমার মেয়ের চলমান শিক্ষা জীবন ও নিরাপত্তা চাই এবং বখাটে শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী কলেজ শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্ত সাপেক্ষে দায়ী প্রমাণিত হলে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ