লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। জানা যায়, গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়ারেছ মোল্লা ও পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস উদ্দিন।
ওয়ারেছ মোল্লাকে পৌর ৫নং ওয়ার্ডের প্রাণিসম্পদ হাসপাতালের সামনের তার নিজ বাড়ি এবং আব্বাস উদ্দিনকে পৌর ৬নং ওয়ার্ডের বাণী সিনেমা হলের সামনের তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, আটক পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়ারেছ মোল্লা ও পৌর ছাত্রলীগ সভাপতি আব্বাসকে লক্ষ্মীপুর সদর থানার মামলায় আটক দেখানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, বিশেষ অভিযানে তাদের দুজনকে আটক করা হয়েছে এবং সদর থানার মামলায় আটক দেখিয়ে লক্ষ্মীপুর পাঠানো করা হয়েছে।
টিএইচ