রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রামগতিতে সাত দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতিতে সাত দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধন

লক্ষ্মীপুরের রামগতিতে রোববার (১৪ জুলাই) থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাত দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগতি কমলনগর নদীভাঙা মানুষের আপনজন নদী বাঁধের রূপকার সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন এমপি।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, আরও উপস্থিত ছিলেন রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, বিআরডিবি চেয়ারম্যান মো. শোয়াইব হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। 

উক্ত মেলায় দেশি-বিদেশি উন্নত জাতের ফলদ, বনজ, ঔষধী ও সৌন্দর্যবর্ধন ফুল গাছের বিশাল সমারোহ নিয়ে সাত দিনের এ কৃষিমেলায় ২০টি নার্সারি মালিক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

টিএইচ