বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রামপালে উন্নয়ন বরাদ্দবঞ্চিত ৭ চেয়ারম্যানের আল্টিমেটাম অব্যাহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে উন্নয়ন বরাদ্দবঞ্চিত ৭ চেয়ারম্যানের আল্টিমেটাম অব্যাহত

বাগেরহাটের রামপাল উপজেলার উন্নয়ন বরাদ্দবঞ্চিত ৬ ইউপি চেয়ারম্যান আল্টিমেটাম দিয়ে পরিষদের সকল সভা ও সমন্বয় সভা বর্জন ২য় মাসেও অব্যাহত রেখেছেন। 

বিগত এক মাসেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলা পরিষদের সমন্বয় সভার কার্যক্রমে তারা অংশগ্রহণ করেন নি। তবে ৭ চেয়ারম্যানের মধ্যে ৯নং মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান সাবির আহমেদ আল্টিমেটাম ভেঙে গত বৃহস্পতিবারের নির্ধারিত সমন্বয়সভায় যোগ দেয়ায় তার বিরুদ্ধে সমালোচনা করে স্থানীয়রা। বাকী ৬ চেয়ারম্যান উপজেলা পরিষদকে সহযোগিতা করবেন না বলেও ঘোষণা দিয়ে অনড় রয়েছেন। 

গত (১৫ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্ধারিত সমন্বয় মিটিং এ হাজির হয়ে ৭ চেয়ারম্যান স্বাক্ষরিত একটি অভিযোগপত্র রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছেন।
 
এ বিষয়ে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পদক সেখ মোয়ায়াজ্জেম হোসেন জানান, ৭ ইউপি চেয়ারম্যানের মধ্যে থেকে একজন বৃহস্পতিবার সমন্বয় সভায় উপস্থিত হয়েছেন। সম্মানিত অন্য চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে। আশাকরি সকল সমস্যার সমাধান হবে। 

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম জানান, চেয়ারম্যানদের আবেদন বাগেরহাট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ