বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের পোনামাছ অবমুক্তকরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের পোনামাছ অবমুক্তকরণ

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহার নির্বাচিত জলাশয়সমূহে পোনামাছ অবমুক্ত করেছেন। বুধবার (১৬ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদের পুকুরে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বরাদ্দের আওতায় এসব পোনামাছ অবমুক্ত করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান রেজা, রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, প্রেস ক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, মো. মেহেদী হাসান প্রমুখ। 

নির্বাচিত ২২টি পুকুর ও জলাশয়ে দুই হাজার ৩৬৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।

টিএইচ