বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের র্যালি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের র্যালি

সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উজলকুড় ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকার শনিবার উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট চৌরাস্তা থেকে র্যালি বের করে তা রনসেন ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

ফয়লাহাট বাসস্ট্যান্ডের মসজিদ চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা। 

উজলকুড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাজমুল হুসাইন বাবু, সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ শেখ, সহ-সাধারণ সম্পাদক এস, এম রাসেল, জেলা ছাত্রদলের সাবেক কৃষিবিষক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম প্রিন্স প্রমুখ। 

এ ছাড়ারও বক্তব্য দেন, যুবদলের উজলকুড় ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আজাহার হোসেন টুকু, মুনায়েম হাওলাদার, হাসানুর রহমান, তিতাস মল্লিক, মিলন মল্লিক, হিরন মল্লিক, আ. হান্নান।

টিএইচ